AWS Elastic IP কি?

Mim Ahmed Joy
3 min readNov 28, 2020

ইলাস্টিক আইপি হল ডায়নামিক ক্লাউড কম্পিউটিং জন্য ডিজাইন করা একটি স্ট্যাটিক IPv4 আইপি।

Elastic IP Icon

অ্যামাজন ওয়েব সার্ভিসে Elastic আইপি হচ্ছে একধরনের পাবলিক IPv4 আইপি যা পরিবর্তন হয় না । Elastic আইপি মূলত AWS EC2 Instance এর ক্ষেত্রে বেশি ব্যবহার হয় । EC2 Instance কে অ্যাক্সেস করার জন্য মূলত আরডিপি (RDP) অথবা SSH ব্যবহার করা হয় যার জন্য Public IP প্রয়োজন হয়। কিন্তু যখন আপনি আপনার EC2 মেশিনটি বন্ধ করে পরবর্তীতে আবার চালু করবেন তখন পাবলিক আইপিটি পরিবর্তন হয়ে যাবে,ফলে যদি কোন সার্ভিস আপনার ওই EC2 মেশিনের সাথে যোগাযোগ করতে চায় তাহলে আগের আইপি দিয়ে আর যোগাযোগ করতে পারবে না আর এই সমস্যা সমাধানের আপনার একটি স্ট্যাটিক আইপি দরকার যা পরিবর্তন হবে না । আর AWS এ ধরনের আইপিকে বলে ইলাস্টিক (Elastic) আইপি যা আপনি মেশিন রিস্টার্ট দিলেও পরিবর্তন হবে না।

ইলাস্টিক আইপি বরাদ্দ করা (allocate) করার জন্য

All Services > Compute > EC2

স্টেপ ১
স্টেপ ২ : Elastic IP Option
স্টেপ : ৩

স্টেপ ১ এ আপনি যেই জোনের জন্য আইপি টি বরাদ্ধ করতে চান সেটি সিলেক্ট করতে হবে

স্টেপ ২ তে Amazon’s pool of IPv4 address সিলেক্ট করার ক্ষেত্রে আপনি আমাজনের IPv4 পুল থেকে যেকোনো একটি আইপি পাবেন ।

স্টেপ ৩: Elastic IP Create Process

এখন Allocate এ ক্লিক করুন ।

স্টেপ ৪ : Elastic IP

ইলাস্টিক আইপির জন্য আপনাকে Amazon কে টাকা পে করতে হবে
এবং আপনি যদি কোন ইন্সট্যান্স রিমুভ করে দেন কিন্তু ইলাস্টিক আইপি রেখে দেন তাও আপনাকে চার্জ দিতে হবে । তাই আপনাকে আইপিটি রিলিজ করে দিতে হবে,এর জন্য আপনাকে ec2 ইন্সট্যান্স গিয়ে ইলাস্টিক আইপি অপশনে যেয়ে ইলাস্টিক আইপিটি রিলিজ করে দিতে হবে ।

Process : EC2> Elastic IP > Select The Elastic IP > Action > Release Elastic IP Address

বর্তমানে ইলাস্টিক আইপি শুধু IPv4 সাপোর্ট করে । IPV6 এখনো সাপোর্ট করেনা ।

--

--